Skip to content

Latest commit

 

History

History
59 lines (52 loc) · 3.89 KB

konodin.md

File metadata and controls

59 lines (52 loc) · 3.89 KB
parent nav_order
রুদ্ধস্বর
২০০২-১০

কোনদিন

দৃঢ়
আমরা পরাজিত হবো না কোনদিন । যদিও মানবতার চোখের জল পড়ে, তবুও আমরা মরবো না, কোনদিন । যদিও বিচারের বাণী লাজে মুখ ঢাকে, তবুও আমরা সুবিচারের প্রত্যাশা ছাড়বো না, কোনদিন । যদিও স্বপ্ন বুনতে বুনতে স্বপ্নগুলো যায় ছিড়ে তবুও আমরা স্বপ্ন দেখতে ভুলবো না, কোনদিন । যদিও শক্তিশালী আঘাতে আঘাতে জর্জরিত করে, দুর্বলকে — আর সবার মতামত উপেক্ষা করে, তবুও আমরা মাথানত করবো না, তবুও দুর্বল তার ইজ্জত লুন্ঠন করতে দেবে না, কোনদিন ।

যদিও আমরা আর কোনদিন উঠে দাঁড়াতে পারবো না,
কেননা, অস্ত্র আর বোমার আঘাতে আঘাতে আমরা ছিন্নভিন্ন,
তবুও আমাদের অনাগত বংশধরেরা থেমে থাকবে না,
তারা তারপরও অন্যের উপর নির্ভর করবেনা, কোনদিন ।
হয়তো ধনীদেশের উদার বানিজ্যনীতিতে
অথবা শৃঙ্ক্ষলিত অর্থকাঠামোতে
শোষিত হতে হতে আমরা রক্তশূণ্য হয়ে যাবো,
তবুও আমাদের স্বাধিকারের দাবি আমরা
ছাড়বো না, কোনদিন ।

উৎকন্ঠা
হয়তো একদিন, সব ধনলিপ্সু, সব শোষক আমাদের রক্তমাখা শরীরে উল্লসিত হবে, তবুও এ রক্ত সেসব ধনমত্তদের ধ্বংস করবে কোন একদিন ।
উদয়
তারপর হয়তো বা আমরা সুতীব্র অগ্নিনীলিমাময় আকাশের নিচে লাঞ্চিত-শোষিত হতে হতে এক মত্ত উল্লাসে ঝেগে উঠবো একদিন; আমরা হয়তো সত্যকে প্রতিষ্ঠা দিবো একদিন — কোন এক দিন ।
প্রত্যাশা
সূর্যের আলোয় আর মহানতার আলোয় এবং তারুণ্যের ঐশ্বর্যময় তাপে একদিন এ পৃথিবী, ধুয়ে মুছে নেবে অনাবিল সত্য জ্যোতির্ময় রূপ । এ বিশ্ব হেসে উঠবেই একদিন — কোন একদিন, কোনদিন ।

রুদ্ধস্বর ২০০২-১০ টাংগাইল