Skip to content

Latest commit

 

History

History
30 lines (29 loc) · 2.68 KB

vs-code-outline.md

File metadata and controls

30 lines (29 loc) · 2.68 KB

কোড এডিটর

কোড লেখার জন্য যে সফটওয়্যার এর প্রয়োজন হয় সেটিকেই কোড এডিটর বলে। বর্তমান সমইয়ে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ওনেক বেশি ব্যবহার করা হয়।

ভিজুয়াল স্টুডিও কোড এডিটর

সফটওয়্যারটিকে ডাউনলোড করার পর যখন ইনস্টল করা হয় তখন ডিফল্টভাবে মিনিমাম কিছু ফিচার চালু থাকে। তবে এই এডিটরে প্রচুর ফিচার রয়েছে। এক কথায় অসাধারন একটা কোড এডিটর। দ্রুত কোড করার জন্য আমি নিচের ফিচার্স ও কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করে থাকি -

  • ইন্ট্রোডাকশন
  • ফাইল আইকন সিলেক্ট করা
  • থিম পছন্দ করে সিলেক্ট করা
  • ফন্ট পছন্দ করে সিলেক্ট করা
  • ওয়ার্ড র‍্যাপ (Word Wrap) করা
  • কার্সর ইফেক্ট অ্যাড করা
  • মিনিম্যাপ সেট করা
  • অতি প্রয়োজনীয় কিছু কিবোর্ড শর্টকার্ট
  • নতুন ট্যাবে ফাইল ওপেন করা
  • ফাইল স্প্লিট (Split) করা
  • কমেন্ট করা (সিঙ্গেল লাইন এবং মাল্টিপল লাইন)
  • একটি লাইনকে উপরে নিচে মুভ করা
  • মাউস এর মাধ্যমে জুম করা
  • যেকোনো লাইন নাম্বারে দ্রুত মুভ করা
  • সাইডবার হাইড এবং শো করা
  • প্রোজেক্ট ফোল্ডার তৈরি করা
  • মাল্টিপল কার্সর এর ব্যাবহার
  • দ্রুত ট্যাব চেন্জ করা
  • ফাইন্ড এন্ড রিপ্লেস এর ব্যবহার
  • প্রোজেক্টের যেকোন ফাইল দ্রুত ওপেন করা
  • সকল ফাইল একবারে ক্লোজ করা
  • লাইভ সাভার
  • কোড রানার
  • Prettier
  • PHP fmt (For PHP)