Skip to content

Javascript based library to display bangla date (জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বাংলা তারিখ প্রদর্শন)

License

AhmedMRaihan/BanglaDateJS

Folders and files

NameName
Last commit message
Last commit date

Latest commit

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Repository files navigation

BanglaDateJS Github Actions CI/CD Deployed with FTP Deploy Action

Javascript based library to convert and display bangla date as per bangla calendar.

At present, 96.42% code coverage is achieved in test cases.

জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বাংলা তারিখ প্রদর্শন

এই লাইব্রেরীটি তৈরীর মূল উদ্দেশ্য বাংলা তারিখ/সন সঠিকভাবে নির্ণয় করে প্রদর্শন করা। বর্তমানে যেইসব লাইব্রেরী রয়েছে সেগুলো রোমান ক্যালেন্ডার অনুসারে মাস ও তারিখ প্রদর্শন করে কিন্তু এই লাইব্রেরী দ্বারা আপনারা বাংলা মাস ও সপ্তাহের দিন প্রদর্শন/নির্ণয় করতে পারবে।

ব্যবহার নির্দেশিকা

এই লাইব্রেরীটি ব্যবহার করতে অন্য কোন লাইব্রেরী আবশ্যক নয়। প্রথমে লাইব্রেরীটি লোড করুন আপনার কোডে:

<script type="text/javascript" src="https://cdn.jsdelivr.net/gh/AhmedMRaihan/BanglaDateJS@master/src/buetDateTime.js"></script>

এরপরে নিচের কোডটি কল করুন convert ফাংশনে আপনার দরকার মতো প্যারামিটার দিয়ে:

var dateConverted = new buetDateConverter().convert("বুয়েটে এখন: l A gটা iমিনিট, j F, Y (বঙ্গাব্দ)");
// dateConverted = 'বুয়েটে এখন: রবিবার রাত ৪টা ৩০মিনিট, ১০ জ্যৈষ্ঠ, ১৪২২ (বঙ্গাব্দ)';
// now dateConverted is converted as a Bangla date

আপনারা চাইলে buetDateConverter এর constructor এ নিজস্ব custom-date ও পাঠাতে পারেন। তখন এভাবে কল করুন:

var customDate = new Date();
var dateConverted = new buetDateConverter(customDate).convert("<your custom format>");
// now dateConverted is converted as a Bangla date

সতর্কতা:

  • custom-date পাঠালে এই লাইব্রেরীটি তাতে কোনরূপ পরিবর্তন করেনা। যদি আপনারা ভুল ফলাফল পাচ্ছেন মনে করেন, তাহলে অনুগ্রহ করে custom-date টি আপনার লোকাল সিস্টেম থেকে নেয়া সময় নাকি UTC সময় ভালোভাবে পরীক্ষা করে দেখুন।
  • শূন্য এর অধিক যেকোন epoch এর জন্যে এই লাইব্রেরীটি সঠিকভাবে কাজ করবে। এর নিচে হলে এর ফলাফল undefined অথবা ভুল আসতে পারে।

প্যারামিটার তালিকা

এখানে প্যারামিটারগুলোকে PHP এর Date ফাংশনের আদলে রাখা হয়েছে। সংগত কারণেই এখন সবগুলোর সাপোর্ট নেই কিন্তু কোডটি এমনভাবে লেখা যে, যেকোন প্যারামিটারকেই সংযোজন করা যাবে ভবিষ্যতে prepareDateInstanceFormats ফাংশন এর সাহায্যে। নিম্নে বর্তমানে সাপোর্ট দেয়া হয়েছে এমন প্যারামিটারগুলোর তালিকা দেয়া হলো:

  • বছর
  1. Y = বছর (১৯৭০~৯৯৯৯ এর মতো বিস্তারিত রূপ)
  • মাস
  1. F = বাংলা মাস পূর্ণরূপ(বৈশাখ ~ চৈত্র)
  2. m = বাংলা মাস ক্রম(১~১২)
  • দিন
  1. d = মাসের নির্দিষ্ট একটি দিন (১ ~ ৩১ এর মতো)
  2. j = মাসের নির্দিষ্ট একটি দিন (১ ~ ৩১)
  3. l = সপ্তাহের নির্দিষ্ট একটি দিন (শনিবার ~ শুক্রবার)
  • সময়
  1. H = ঘন্টা (০০ ~ ২৩ এর মতো করে ২৪ ঘন্টা দেখানোর ফর্ম্যাট)
  2. h = ঘন্টা (০ ~ ১১ এর মতো করে ১২ ঘন্টা দেখানোর ফর্ম্যাট)
  3. A = দিন/রাত এর বিভিন্ন অবস্থা (সকাল ~ রাত)
  4. i = মিনিট
  5. s = সেকেন্ড

লাইসেন্স

ওপেন সোর্স, ফ্রি এবং যেকোন রকম অ্যাপ্লিকেশনে ব্যবহার উপযোগী (ব্যক্তিগত/বাণিজ্যিক উভয়ই) লাইসেন্সের একটি Apache license

Appendix

  • Demo: https://codepen.io/4msunset/pen/EOQaQN
  • How to use this library: এই রিপোজিটরীটির test ফোল্ডারে থাকা html ফাইল(গুলো) দেখুন।
  • Logo

About

Javascript based library to display bangla date (জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বাংলা তারিখ প্রদর্শন)

Resources

License

Stars

Watchers

Forks

Releases

No releases published

Packages

No packages published