Skip to content

Latest commit

 

History

History
126 lines (84 loc) · 6.12 KB

README.ben.md

File metadata and controls

126 lines (84 loc) · 6.12 KB

IN Python badge opencv badge mtcnn badge Mediapipe badge PyAutoGUI badge


Issue fork star License

Funny Cat GIF

প্রতিছবি

আঙ্গুল শনাক্তকরন

ব্যাবহারের অনুমতি

GNU GPL v3.0

বর্ণনা :

এই রেপসিটরি তে চোখ, চোখ পিট পিট করা, মানব মুখ, হাত, হাতের তালু, মুখ, হাঁসি ইত্যাদি শনাক্তকরন করা হবে হার কাস্কেদ এক্সএমএল ফাইল এর দ্বারা শনাক্তকরন করা হয় । আবার মেশিন লারনিং মডেল ব্যবহার করে এমটিসিএনএন ও মিডিয়া পাইপ ব্যবহার করে আরও সুখখভাবে শনাক্ত করা যাবে।

ভবিষ্যৎ এর পরিকল্পনা:

  • পুরনাঙ্গ শরীর শনাক্তকরন
  • ক্যামেরা এর ফ্রেম এর পরিবর্তন শনাক্তকরন
  • চোখের মাধ্যমে কারসর সরানো ও ক্লিক করা
  • আঙ্গুলের মাধ্যমে কারসর সরানো ও ক্লিক করা
  • মুখ দেখে আবেগ শনাক্তকরন
  • ঘুমন্ত মুখ শনাক্তকরন
  • নিরাপত্তা বাবস্থা তৈরি করা

বাব্যহত পাইথন - ৩.৭.১০

পাইথন এর কৃত্রিম পরিবেশ তৈরি

উইন্ডোজ

cd project_directory
pip install venv
python -m venv venv
./venv/Scripts/activate

লিনাক্স

cd project_directory
pip install venv
python -m venv venv
source venv/bin/activate

ম্যাক ওস

cd project_directory
pip install venv
python -m venv venv
source venv/bin/activate

প্রয়োজনীয় পাইথন প্যাকেজ অন্তরভুক্তিকরন :

েখন আপনাকে আপনার কৃত্রিম পাইথন পরিবেশে প্রয়োজনীয় পাইথন প্যাকেজ গুলো নিচের আদেশ বা কম্যান্ড গুলো ব্যবহার করে requirements.txt ফাইল থেকে অন্তরভুক্তি করতে হবে।

pip install -r requirements.txt

আলাদা আলাদা ভাবে প্রয়োজনীয় পাইথন প্যাকেজ অন্তরভুক্তিকরন :

pip install opencv-python pyautogui
pip install mtcnn
pip install mediapipe

সর্বশেষ স্থির রিলিস :

হার ক্যাসকেড ফাইল গুলো এখান ্থেকে ডাউনলোড করা হয়েছে ।

সৌজন্য :

  1. haar-cascade-files

যোগাযোগ:

গুগল মেল X LinkedIn YouTube


স্বত্ব © বাপন কর 2024