Skip to content

fahimahammed/express-on-vercel

Repository files navigation

Deploy an Express API on Vercel.

১। Express API Vercel-এ ডিপ্লয় করার জন্য প্রথমে Vercel এ একটি একাউন্ট খুলতে হবে। এখানে sign up করতে GitHub, GitLab or Bitbucket একাউন্ট অবশ্যই ব্যবহার করবেন।

২। আপনার Express API টি export করুন। index.js file এর শেষে নিচের লাইনটি লিখে দিন। তাহলে export হয়ে যাবে।

module.exports = app;

৩। আপনার প্রজেক্টে vercel.json নামে একটি ফাইল তৈরী করুন এবং সেখানের নিচের কোড গুলো লিখে দিন।

Click on New Project Button

{
    "version": 2,
    "builds": [
      {
        "src": "index.js",
        "use": "@now/node"
      }
    ],
    "routes": [
      {
        "src": "/(.*)",
        "dest": "index.js"
      }
    ]
}

৪। আপনার গিঠাহাবে প্রজেক্টটি পুশ করে দিন।

৫। তারপর Vercel Dashboard এই লিঙ্কে গিয়ে New Project বাটনে ক্লিক করুন।

Click on New Project Button

৬। New Project Button এ ক্লিক করার পর নিচের ছবির মতো একটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে রিপোজিটোরি সিলেক্ট করুন এবং Import বাটনে ক্লিক করুন।

Click on Import Button

৭। Import বাটনে এ ক্লিক করার পর নিচের ছবির মতো একটি অপশন দেখতে পাবেন। এখানে Environment Variable এ ক্লিক করে Environment Variable সেট করে দিন।

Click on Environment Variable Button

৮। Environment Variable সেট করা হয়ে গেলে Deploy বাটনে ক্লিক করে দিন। Click on Environment Variable Button

৯। ডিপ্লয় হয়ে গেলে Go to Dashboard বাটনে ক্লিক করুন এবং সেখানে আপনার ডিপ্লয় করে প্রজেক্টি দেখতে পাবেন।

Click on Go to Dashboard Button

১০। আপনার প্রজেক্টের উপর ক্লিক করে Visit বাটনে ক্লিক করলে base url টি পেয়ে যাবেন। Click on Environment Variable Button

ধন্যবাদ।.