Skip to content

Khipro-m17n is a Bengali keyboard concept that aims to provide the fastest typing experience for Bengali as humanly possible.

License

Notifications You must be signed in to change notification settings

rank-coder/khipro-m17n

Folders and files

NameName
Last commit message
Last commit date

Latest commit

 
 
 
 
 
 
 
 
 

Repository files navigation

ক্ষিপ্র khipro-m17n

khipro-m17n

An m17n version of khipro. To get better prediction & suggestion (with typing-booster). There was another (experimental) version of Khipro forked from Avro keyboard: https://github.com/rank-coder/ibus-khipro#readme The Avro fork does not support suggestions yet. So I would recommend you to use this khipro-m17n instead of the previous one.

Documentation (ডকুমেন্টেশন)

For English please scroll down.

পরিচিতি

অভ্র কিবোর্ডে ফোনেটিক লেআউটে লেখার সময় আমাদেরকে বারবার শিফট চাপতে হয়, ফলে লেখার ফ্লো বা ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়; লেখার গতি তাই একটা নির্দিষ্ট পরিমাণের বেশি বাড়ানো যায় না। চীনের একটা রোমানাইজেশন পদ্ধতি 'পিনইন'-এ কেস ইনসেনসিটিভ ফোনেটিক ম্যাপিং ব্যবহার করা হয়। তাই আমরা চেষ্টা করছি বাংলার রোমানাইজেশনভিত্তিক টাইপিংয়ে সেরকম দ্রুতগতি আনার। চীনে পিনইন-ভিত্তিক ইনপুট মেথড ব্যবহার করে তারা এত জটিল একটা ভাষাকে ইংরেজির চাইতেও দ্রুত গতিতে লিখছে।
ক্ষিপ্র কিবোর্ডের ডেভেলপমেন্ট এখনো চলছে। আপনার কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া লিংকে

কীভাবে কাজ করে আর কী কী ফিচার আছে


ডেমো ভিডিয়ো:
khipro-demo.mp4


ক্ষিপ্র কিবোর্ডে দ্বিগুণ সুবিধা পাওয়া যাবে যদি typing-booster এর সাথে ব্যবহার করা হয়। তবে যারা চান তারা টাইপিং বুস্টার ছাড়াও ব্যবহার করতে পারবেন। উপরের ছবির মতো সাজেশন আসবে; সেগুলো সিলেক্ট করার জন্য Tab চেপে চেপে একটা একটা করে সিলেক্ট করা যাবে; কিংবা 1,2,3,4 বাটন প্রেস করে তৎক্ষণাৎ তত নম্বর সাজেশন কমিট করা যাবে।
এবার দেখে নিই ক্ষিপ্র কিবোর্ডের ম্যাপিংটা কী রকম।

ক্ষিপ্র-র ম্যাপিং টেবিল

বাংলা ইনপুট মেথড ক্ষিপ্র (Copy 2)

স্বরবর্ণ ও কারচিহ্ন সংক্রান্ত

  1. যেভাবে টেবিলে দেখানো হয়েছে সেভাবেই কারচিহ্নগুলো লেখা যাবে। যেমন: ka => কা, kae => ক্যা, maepiq => ম্যাপিং, kii => কী, kw => কৃ, kv => কো, koo => কো
  2. লক্ষণীয় যে ae দিয়ে অ্যা ম্যাপ করা হয়েছে এবং এটিকে স্বরবর্ণের সাথে রাখা হয়েছে। সেটা এভাবে লেখা যাবে: hae => হ্যা। তবে শুধু য-ফলা লেখার জন্য z চেপে লেখার ব্যবস্থা করা হয়েছে। যেমন: hza => হ্যা। প্রশ্ন আসতে পারে আলাদা ae = অ্যা এর লাভ কী? এটার লাভ পাওয়া যাবে শব্দের শুরুতে। aekauntf => অ্যাকাউন্ট, aesidf => অ্যাসিড, maepiq => ম্যাপিং
  3. ঐতিহ্যবাহী ও আধুনিক স্টাইলের কারচিহ্ন: কিছু কিছু ব্যঞ্জনে পুরাতন স্টাইলের ু, ূ, ৃ কার যুক্ত হয়। চিত্র: ছবি আপনি চাইলে আধুনিক স্টাইলের কারচিহ্ন বানাতে পারবেন সেই কারচিহ্নর শেষে f যোগ করার মাধ্যমে। তখন এরকম কারচিহ্ন দেখা যাবে: ছবি উদাহরণ: ru => রু, ruf => র‌ু
  4. শব্দের শুরুতে স্বরচিহ্নের ম্যাপিংভুক্ত কিছু লিখলে সেটা অটো স্বরবর্ণে পরিণত হবে। যদি কোনো কারণে এই আচরণ রোধ করতে চাই তবে স্বরটি f দিয়ে শুরু করলেই স্বরচিহ্ন আসবে। যেমন: ami => আমি, fami => ামি (কখনো ভুলে কোথাও কারচিহ্ন ছুটে গেলে সেই শব্দটা না মুছেই কারচিহ্ন দিতে এই ফিচারটা কাজে লাগবে।)
  5. কোনো ব্যঞ্জনের পরে কারচিহ্নের বদলে স্বরবর্ণ ব্যবহার করতে চাইলে পৃথায়ক ব্যবহার করে কাজটি করা যাবে: হওয়া <== h;ooya, পিনইন <== pin;in, কুরআন <== kur;an, বই <== b;i

ব্যঞ্জনবর্ণ ও যুক্তবর্ণ সংক্রান্ত

  1. পরপর দুটো ব্যঞ্জনবর্ণ লিখলে (সেগুলো দিয়ে যুক্তবর্ণ সম্ভব হলে) তাদের মাঝে অটো একটা হসন্ত বসে যাবে। যেমন: ব্যঞ্জন => bzonjon, ব্যঞ্জন । এই হসন্ত বসাটা রোধ করতে চাইলে পৃথায়ক ব্যবহার করা যাবে। যেমন: k;b;r => কবর। কিংবা, o ব্যবহার করেও একই কাজ করা যাবে: kobor => কবর
  2. শব্দের শেষে ব্যঞ্জনবর্ণ এলে সেটার শেষে জোর করে হসন্ত যুক্ত করতে চাইলে xx ব্যবহার করতে হবে: কাট্ => katfxx
  3. শব্দের মাঝে যুক্তবর্ণ তৈরি না করে হসন্ত দেখাতে চাইলে ` চেপে zwnj (zero width non-joiner) ব্যবহার করা যেতে পারে। তবে এর একটা শর্টকাট আছে xxx লিখলে হসন্ত পরের ব্যঞ্জনের সাথে যুক্ত হবে না। যেমন: জসীম উদ্‌দীন <== josiim udxxxdiin অথবা josiim udxx`diin
  4. য-ফলা া-কারকে (্যা) স্বরধ্বনি হিসেবে স্বরবর্ণের মধ্যে উল্লেখ করা হয়েছে। সেটা এভাবে লেখা যাবে: hae => হ্যা। তবে শুধু য-ফলা লেখার জন্য z চেপে লেখার ব্যবস্থা করা হয়েছে। যেমন: hza => হ্যা। প্রশ্ন আসতে পারে আলাদা ae = অ্যা এর লাভ কী? এটার লাভ পাওয়া যাবে শব্দের শুরুতে। aekauntf => অ্যাকাউন্ট, aesidf => অ্যাসিড।
  5. র‍্য সাধারণ নিয়মে লিখতে গেলে র্য হয়ে যায়। তাই এর জন্য আলাদা ব্যবস্থা: ry = র‍্য, ryam = র‍্যাম, ryapidf = র‍্যাপিড, ryaqk = র‍্যাংক ইত্যাদি।
  6. ড্ড ও ট্ট এই যুক্তবর্ণ দুটি লিখতে সময় বেশি লাগতে পারে তাই ড্ড <== ddf, ট্ট <== ttf করার অপশন রাখা হয়েছে।
  7. জ্ঞ গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ হওয়ায় এর জন্য আলাদা ম্যাপিং: gg => জ্ঞ। উদাহরণ: বিজ্ঞান <== biggan. এরকম আরও কিছু যুক্তবর্ণের জন্য স্পেশাল ম্যাপিং আছে (ম্যাপিং টেবিল দ্রষ্টব্য)।

ইনস্টলেশন, আপডেট, ও আনইনস্টলেশন

m17n ও টাইপিং বুস্টার ইনস্টল করা

khipro-m17n চাইলে টাইপিং বুস্টারের সাথেও ব্যবহার করা যায়; আবার চাইলে টাইপিং বুস্টার ছাড়াও ব্যবহার করা যায়। টাইপিং বুস্টার সহ ব্যবহার করলে ইন্টেলিজেন্ট সাজেশন পাওয়া যাবে। ক্ষিপ্র ইনস্টল করার জন্য আগে m17n ইনস্টল করতে হবে। আমার পরামর্শ থাকবে ibus-m17n প্যাকেজটা ইনস্টল করে নেওয়ার। তবে যারা আইবাস পছন্দই করেন না তারা fcitx এর জন্য আলাদা m17n ইনস্টল করে নিতে পারেন। তবে তাদের ক্ষেত্রে (আইবাস না থাকায়) টাইপিং বুস্টার ব্যবহার সম্ভব হবে না। যাই হোক, m17n ইনস্টল করার পরে এই পেজের একেবারে উপরে স্ক্রল করুন। সেখানে যেই .mim এক্সটেনশনের একটা ফাইল আছে সেটা ডাউনলোড করতে হবে। তারপর, সেই ফাইলটা /usr/share/m17n/ এই ফোল্ডারে রেখে দিতে হবে। এক কমান্ডে এই কাজটুকু করতে:

sudo rm /usr/share/m17n/bn-khipro*.mim; cd ~/; rm -rf khipro-m17n; git clone https://github.com/rank-coder/khipro-m17n.git; cd ~/khipro-m17n; sudo cp bn-khipro*.mim /usr/share/m17n/

এরপর typing-booster ইনস্টল করার পালা। টাইপিং বুস্টার ফেডোরাতে প্রি-ইনস্টল করা থাকে। আপনার ডিস্ট্রোতে ইনস্টল না করা থাকলে ইনস্টল করে নিন। উবুন্টু, মিন্ট, জরিন ওএস ইত্যাদিতে sudo apt install ibus-typing-booster কমান্ড দিয়ে ইনস্টল করা যাওয়ার কথা। আপনি টাইপিং বুস্টারের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন: https://mike-fabian.github.io/ibus-typing-booster/

টাইপিং বুস্টার কনফিগারেশন

টাইপিং বুস্টার ইনস্টল করা হয়ে গেলে এরপর কম্পিউটার লগ আউট করে আবার লগ ইন করতে হবে। তারপরে সিস্টেমের ইনপুট মেথড কিংবা কিবোর্ড সংক্রান্ত সেটিংস থেকে টাইপিং বুস্টার সিলেক্ট করতে হবে। যদি আপনার ডিস্ট্রোতে সেটিংস থেকে আইবাসের সেটিংস কনফিগার করা না যায় তবে ibus-preferences থেকে কাজটি করতে হবে। (নিচের ছবি দ্রষ্টব্য)

এখান থেকে টাইপিং বুস্টারের preferences কিংবা সেটিংসে যেতে হবে। (নিচের ছবি দ্রষ্টব্য)

টাইপিং বুস্টারের সেটিংস ওপেন হলে প্রথমেই দেখা যাবে "Dictionaries & Input Methods" ট্যাব। সেখান থেকে বাংলার জন্য একটা ডিকশনারি সিলেক্ট করতে হবে। বাংলার জন্য তিনটা ডিকশনারি পাবেন; যেকোনো একটি সিলেক্ট করলেই হবে। এরপর টাইপিং বুস্টারের মধ্যেই ইনপুট মেথড হিসেবে ক্ষিপ্রকে সিলেক্ট করতে হবে এবং অন্যান্য ইনপুট মেথড রিমুভ করতে হবে। (নিচের ছবির মতো দেখাতে হবে)

এরপরে "Options" ট্যাবে গিয়ে সেখান থেকে Use inline completion, Auto Capitalize, Unicode Symbols & Emoji Prediction, Add a space when committing by mouse click, Off the record mode সহ সবই বন্ধ করে দিতে হবে। Record Mode এর জন্য everything সিলেক্ট করতে হবে। (নিচের ছবির মতো দেখাতে হবে)
তবে একটা জিনিস এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয়; "Avoid using the forward_key_event() function" এটাতে টিকচিহ্ন ✓ দিতে হবে যদি টাইপিং বুস্টারে কমিট করার সময় হঠাৎ একাএকা ইনসার্শন পয়েন্টার নড়ে যাওয়ার ইস্যুর সম্মুখীন হন।

এরপরে "Keybindings" ট্যাবে যেতে হবে। সেখানে Commit এর জন্য Enter, Commit-candidate-1 এর জন্য কিবোর্ডের 1 সিলেক্ট করতে হবে। commit-candidate-1-plus-space এখান থেকে 1 কে সরিয়ে দিতে হবে। এটা করার কারণ হলো বাংলার জন্য সাজেশন কমিট করার পর স্পেস যুক্ত হওয়াটা ভালো না। বাংলায় বিভক্তি, কিংবা দুই শব্দ জোড়া দিয়ে লিখতে হতে পারে। যাই হোক এভাবে 1 থেকে 4 পর্যন্ত করবেন। 4 এর বেশি করতে যাবেন না। এডিট করা হলে নিচের ছবির মতো দাঁড়াবে:

এরপরে আমাদের কাজ "Appearance" ট্যাবে। এখানেও যতোগুলো চেকবক্স আছে সবগুলো বন্ধ করে দিতে হবে (যাতে টাইপিং বুস্টার দ্রুত কাজ করবে)। এরপরে Candidate window page size করতে হবে 4; কারণ চারটির বেশি সাজেশন আসলে সেটা লেখার প্রতি মনোযোগ নষ্ট করতে পারে। এরপরে Candidate window orientation করে দিতে হবে Horizontal এতে চোখ কম নাড়িয়ে সবগুলো সাজেশন দেখতে পাওয়া যাবে। Preedit underline "Single" রাখতে পারেন; তবে এটা একটা রাখলেই হলো। (নিচের ছবির মতো দেখাতে হবে)

টাইপিং বুস্টার ছাড়া ব্যবহার করা

যারা টাইপিং বুস্টার ছাড়া ব্যবহার করতে চান তারা টাইপিং বুস্টার ইনস্টল না করে ক্ষিপ্র ব্যবহার করতে পারেন।

আপডেট করা

আপডেট করাটা খুবই সোজা। .mim ফাইলের নামে ভার্শন নম্বর লেখা থাকবে। ভার্শন নম্বর দেখে নিশ্চিত করুন নতুন ভার্শন এসেছে কি-না। নতুন করে .mim ফাইল ডাউনলোড করে জায়গা মতো রেখে দিন। এটা একটা কমান্ডেই করা যায়:

sudo rm /usr/share/m17n/bn-khipro*.mim; cd ~/; rm -rf khipro-m17n; git clone https://github.com/rank-coder/khipro-m17n.git; cd ~/khipro-m17n; sudo cp bn-khipro*.mim /usr/share/m17n/

এরপর, কম্পিউটার লগআউট করে লগইন করুন।

আনইনস্টল করা

আনইনস্টল করার জন্য টাইপিং বুস্টার আনইনস্টল করে তারপরে m17n আনইনস্টল করতে হবে। তবে m17n আনইনস্টল করাটা জরুরি নয়, কারণ সেটি অন্য কোনো লেআউটের জন্য ডিপেন্ডেন্সি হিসেবে থাকতে পারে।

যোগাযোগ

Documentation in English

Introduction

When writing in the phonetic layout of the Avro keyboard, we need to press Shift repeatedly, disrupting the writing flow and continuity. Therefore, the writing speed cannot increase beyond a certain limit. In China's 'Pinyin' Romanization system, case-insensitive phonetic mapping is used. Thus, we are trying to bring similar speed to Bengali Romanization-based typing. Using Pinyin-based input methods, the Chinese are writing their complex language faster than English. The development of the Khipro keyboard is still ongoing. If you have any complaints or suggestions, you can contact us at the link below.

How it works and its features


Demo Video
khipro-demo.mp4

The Khipro keyboard provides double benefits if used with typing-booster. However, it can also be used without the typing booster. Suggestions will appear as shown in the image above; to select them, press Tab repeatedly or by pressing 1, 2, 3, or 4 you can immediately commit the corresponding number suggestion. Now, let's look at the mapping of the Khipro keyboard.

Mapping Table of Khipro

বাংলা ইনপুট মেথড ক্ষিপ্র (Copy 2 EN)

Vowels and Kar-diacritics

  1. The kars can be written as shown in the table. For example: ka => কা, kae => ক্যা, maepiq => ম্যাপিং, kii => কী, kw => কৃ, kv => কো, koo => কো.
  2. Note that 'ae' maps to অ্যা and is placed with vowels. It can be written like this: hae => হ্যা. For just the "ya" sound, press z: hza => হ্যা. The ae mapping helps at the start of words: aekauntf => অ্যাকাউন্ট, aesidf => অ্যাসিড, maepiq => ম্যাপিং.
  3. Traditional and modern styles of diacritics: Some consonants use old-style diacritics (ু, ূ, ৃ) ছবি. To create modern styles, add f to the diacritic. Example: ru => রু, ruf => র‌ু ছবি.
  4. At the start of a word, diacritic mappings convert to vowels automatically. To prevent this, start the vowel with f: ami => আমি, fami => ামি.
  5. To use a vowel instead of a diacritic after a consonant, use the separator: হওয়া <== h;ooya, পিনইন <== pin;in, কুরআন <== kur;an, বই <== b;i.

Consonants and Conjuncts

  1. Writing two consecutive consonants (if they form a conjunct) automatically places a halant between them. Example: ব্যঞ্জন => bzonjon. To prevent this, use the separator: k;b;r => কবর, or use o: kobor => কবর.
  2. To force a halant at the end of a consonant, use xx: কাট্ => katfxx.
  3. To show a halant without forming a conjunct in the middle of a word, use ` to insert a ZWNJ (zero width non-joiner). Note that there is a shortcut "xxx" to force halant to not form conjunct with the next consonant: জসীম উদ্‌দীন <== josiim udxxxdiin or josiim udxx`diin.
  4. ্যা is listed and considered as a vowel sign in Khipro for convenience: hae => হ্যা. For just the য phola you can press z: hza => হ্যা.
  5. If you try to write র‌্য normally it results in র্য, so use ry for র‍্য: ryam = র‍্যাম, ryapidf = র‍্যাপিড.
  6. For quicker input of ড্ড and ট্ট, use ddf and ttf respectively.
  7. Some conjuncts are quite popular. For example: জ্ঞ. To type it quickly, use gg: বিজ্ঞান <== biggan. There are special mappings for some other conjuncts as well (see mapping table).

Installation, update, and uninstallation

Pre-requisites

The khipro-m17n can also be used either with Typing Booster or it can be used without Typing Booster if desired. Use with Typing Booster to get intelligent suggestions. m17n must be installed first to install Khipro. My suggestion would be to install the ibus-m17n package. But those who don't like ibus can install separate m17n for fcitx. But in their case (because of lack of ibus) it will not be possible to install typing booster. Anyway, after installing m17n, scroll to the top of this page and download the file with .mim extension from there. Then the .mim file downloaded earlier should be placed in /usr/share/m17n folder. You can do this by one command:

sudo rm /usr/share/m17n/bn-khipro*.mim; cd ~/; rm -rf khipro-m17n; git clone https://github.com/rank-coder/khipro-m17n.git; cd ~/khipro-m17n; sudo cp bn-khipro*.mim /usr/share/m17n/

Then it's time to install typing-booster. Typing Booster comes pre-installed in Fedora. Install it if not installed in your distro. In Ubuntu, Mint, Zorin OS, etc., it should be installed with ``sudo apt install ibus-typing-booster'' command. You can visit Typing Booster website: https://mike-fabian.github.io/ibus-typing-booster/ Once Typing Booster is installed, log out of the computer and log in again. Then select Typing Booster from system input method or keyboard settings. If the ibus settings can't be configured from the settings in your distro, the task must be done from ibus-preferences. (Note image below)

From here you have to go to preferences or settings of typing booster. (Note image below)

Configuring Typing Booster

When you open Typing Booster's settings, you will see the "Dictionaries & Input Methods" tab first. From there you have to select a dictionary for Bengali. You will get three dictionaries for Bengali; Select any one. Then select Khipro as the input method in Typing Booster and remove other input methods there.(Note image below)

After that go to "Options" tab and from there: Use inline completion, Auto Capitalize, Unicode Symbols & Emoji Prediction, Add a space when committing by mouse click, Off the record mode should be turned off. Everything should be selected for Record Mode. (Note image below)
Note one important thing here; if you face the issue of auto moving of insertion pointer while committing, you can check ✓ the box of "Avoid using the forward-key-event() function" option.

Next, go to the "Keybindings" tab. There, configure Enter for Commit, the number '1' for Commit-candidate-1. Then '1' should be removed from commit-candidate-1-plus-space. The reason for doing this is that it is not good for bangla to add spaces after committing a suggestion. In Bengali, bibhaktis, or word-duplets may come up which are written without space. Anyway, configure 1 to 4 like this. Do not go more than 4. After editing it will look like the image below:

Next we work on the "Appearance" tab. Here also all the checkboxes should be unchecked (so that Typing Booster can work faster). Then Candidate window page size should be 4; Because more than four suggestions can actually detract from the focus of writing. After that, the orientation of the Candidate window should be set to Horizontal, in which all the suggestions can be seen by without moving the eyes a lot. Preedit-underline can be "Single"; But it is up to you. (Note image below)

Using without Typing Booster

Those who want to use without Typing Booster can use Khipro without installing Typing Booster.

Updating

Updating is very simple. The version number will be written in the .mim file's name. Check the version number to confirm if there is a new version or not. Download the new .mim file and keep it in place. This can by done in a single comand:

sudo rm /usr/share/m17n/bn-khipro*.mim; cd ~/; rm -rf khipro-m17n; git clone https://github.com/rank-coder/khipro-m17n.git; cd ~/khipro-m17n; sudo cp bn-khipro*.mim /usr/share/m17n/

Next, log out of the computer and log back in.

Uninstalling

First uninstall Typing Booster, then you can uninstall m17n. However, it is not necessary to uninstall m17n, as it may exist as a dependency for another layouts or methods in your system.

Contact

About

Khipro-m17n is a Bengali keyboard concept that aims to provide the fastest typing experience for Bengali as humanly possible.

Resources

License

Stars

Watchers

Forks

Releases

No releases published

Packages