Skip to content

স্মার্ট সার্ভিস পয়েন্ট পরিচিতি

robispider edited this page Aug 8, 2023 · 1 revision

স্মার্ট সার্ভিস পয়েন্ট (এসএসপি):

স্মার্ট সর্ভিস পয়েন্ট হল হাটে, বাজারে ও মহল্লায় গড়ে ওঠা সেই সমস্ত বেসরকারি কম্পিউটার ও ফোন ফ্যাক্স সেবার প্রতিষ্ঠান যারা সরকারি ই-সেবাসহ তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট সেবা প্রদানের জন্য স্মার্ট সার্ভিস পয়েন্ট (এসএসপি) হিসেবে সরকারি সনদ প্রাপ্ত হবেন। স্মার্ট ইনফরমেশন সার্ভিস প্রফেশনাল (এসআইএসপি): সরকারি সেবা প্রদানের জন্য স্মার্ট নাগরিক প্রদানকারী হিসেবে বিশেষ প্রশিক্ষণ ও সনদপ্রাপ্ত কম্পিউটার সেবা প্রতিষ্ঠানের কর্মী হল স্মার্ট ইনফরমেশন সার্ভিস প্রেফেশনাল। এসএসপি সনদের জন্য কেন্দ্রগুলিকে অবশ্যই এসআইএসপি পুল হতে অন্তত ১জন কর্মীকে তার দোকানের তথ্য প্রযু্ক্তি কর্মী হিসেবে নিয়োগ প্রদান করতে হবে।

কেন এসএসপি হবেন?

  • স্মার্ট সার্ভিস পয়েন্টগুলি সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ই-সেবা ও সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের কাজ পাওয়া ও করার সুযোগ পাবেন। সরকার এজন্য সময় সময়ে প্রয়োজনীয় নীতিমালা, নির্দেশনা ও পরিপত্র জারি করবে।
  • স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্যোক্ত এবং কর্মী সরকারী সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ই-সেবা ও সংশ্লিষ্ট সংশ্লিষ্ট প্রশীক্ষণের সুযোগ পাবেন।
  • স্মার্ট সার্ভিস পয়েন্ট নীতিমালার ভিত্তিতে সরকার স্বীকৃত ই-সেবা প্রতিষ্ঠান হবার সুযোগ পাবেন। যা সাইনবোর্ড ও প্রতিষ্ঠানের প্রচার পত্রে ব্যবহার করা যাবে।
  • সরকার স্মার্ট সার্ভিস পয়েন্টের ব্যবসায় ও আয় বৃদ্ধির জন্য যেসকল উদ্যোগ গ্রহণ করবে তার সুবিধা পাবেন।
  • সরকারি উদ্যোগে স্মার্ট সার্ভিস পয়েন্টের গৃহীত ও বাস্তবায়িত বিপনণের সুবিধা পাবেন।

কীভাবে রিজেস্ট্রশন করবেন?

আপনি প্রথমে ওয়েবা ব্রাউজার থেকে আমাদের ssp.gov.bd ওয়েব সাইটে যাবেন। নিবন্ধন ক্লিক করে আপনার নাম ও ইমেইল দিয়ে নিবন্ধন করবেন। নিবন্ধিত হলে প্রথমে আপনার প্রোফাইলের তথ্য দিবেন। আপনি যদি এসআইএসপি হতে চান তাহলে আপনাকে একটি দোকানের কর্মী হিসেবে যোগদান করতে হবে। আপনি যদি উদ্যোক্তা হন তাহলে আপনার দোকানের প্রোফাইল তৈরি করতে হবে। কর্মীগণ কোনো দোকানের প্রোফাইল নিজের প্রোফাইল থেকে খুলবেন না। দ্রষ্টব্য: প্রাথমিক পর্যায়ে দোকানের প্রোফইল নিবন্ধন, শপ পেজ তৈরি ও পাবলিশ করা উন্মুক্ত। পরবর্তীতে শপ পেজ অধিদপ্তরের স্থানীয় কর্মর্তার অনুমোদন ছাড়া পাবলিশ করা হবে না।