Skip to content

kamrulcoder/ecommerce-cart

Folders and files

NameName
Last commit message
Last commit date

Latest commit

 

History

9 Commits
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Repository files navigation

Imag  not found

এই প্রজেক্ট মাধ্যমে রিএক্ট কনটেক্সট এর মুটামুটি বেসিক ধারণা লাভ করা যাবে।

রিএক্ট কনটেক্সট হুক ও UserReducer এর মাধ্যমে ডাটা গুলো যে কোনো কম্পোনেন্ট গুলো প্রপস ড্রিলিং ছাড়াই এক্সেস করা যায়. যার ফলে প্রজেক্ট এর কোড গুলো অনেক কম হয় এবং ডাটা আদান প্রদান করতে অনেক সহজ হয়. উদাহরণ হিসেবে একটা ছবি নিচে দেওয়া হলো -

UserReducer Hook

  • এটা একটা রিএক্ট হুক যেটা স্টেট ম্যানেজ করতে ব্যবহার করা হয়।
  • কিন্তু আমরা জানি useState() হুক স্টেট ম্যানেজমেন্ট করতে ব্যবহার হয়।
  • রিএক্ট এ স্টেট চেঞ্জ করার একটা মাকানিসম

এখানে আমাদের কমন প্রশ্ন যে -

কেন আমরা useReducer ব্যবহার করবো ?

  1. useState হুক বানানো হয়েছে useReducer এর উপর ব্যাস করে
  2. useReducer () হুক userState হুক এর এজটা বিকল্প

তাহলে useState এবং useReducer হুক এর মাঝে পার্থক্য কি ?

আমাদের রিএক্ট হুক গুলোর মধ্যে আছে

  • useState
  • useEffect
  • useMemo
  • useRef
  • useCallbakck
  • useContext
  • useReducer etc.

অর্থাৎ use এর পরবর্তী শব্দের মাধ্যমে আমরা সহজে বুজতে পারি যে সেটা কোন বিষয়ের জন্য ব্যবহার করা হবে।

তাহলে এখন আমাদের সবার কমন , প্রশ্ন তা হলো Reduce কি ?

Reduce রিএক্ট এর কোনো কনসেপ্ট না। এটি জাভাস্ক্রিপ্ট এর কনসেপ্ট। আমাদের প্রথমে বুজতে হবে জাভাস্ক্রিপ্ট এর reduce বিষয়টা কি ? reduce শব্দের অর্থ ছোট করে নিয়ে আ। array এর ভিতরে একাধিক এলিমেন্ট থাকে। আর array এর একাধিক ভালুকে একটি ভ্যালু তে রূপান্তর করার কাজটা Array .Reduce করে।
Reduce ফাঙ্কশন এ দুটি প্যারামিটার থাকে। একটি accumulator এবং অন্যটি currentValue . accumulator হলো আগের স্টেপ এর রেজাল্ট। currentValue হলো Array তে যখন Array .reduce ফাঙ্কশন কাজ করবে তখন যে Array এলিমেন্ট নিয়ে কাজ করবে সেটা হলো currentValue . Reduce ফাঙ্কশন এ accumulator এ ডিফল্ট মান ০ থাকে। কিন্তু reduce এ Accumulator এর ম্যান নির্দিষ্ট করে দেওয়া যায়। যেটা পরবর্তীতে ডিফল্ট ম্যান হিসেবে কাজ করে

reduce ও useReducer এর পার্থক্য

image

useState ও useReducer কখন কোনটা ব্যবহার করবেন

image

রিএক্ট এ useReducer ব্যবহার জিরার কনসেপ্ট হলো -

  • শুরুতে আমাদের কে useReducer হুক ইম্পোর্ট করে নিতে হবে।
  • পরবর্তীতে আমাদের useReducer এ দুটি পেরামিটার (reducer, initializeState) হিসেবে ভ্যালু থাকে তা দিতে হবে।
  • কম্পোনেন্ট ফাঙ্কশন এর উর্পরে অর্থাৎ বয়লার প্লেট এ initializeState এবং reduce ফাঙ্কশন দিতে হবে।
  • initializeState এ ডিফল্ট হিসেবে নির্দিষ্ট ম্যান দিতে হবে।
  • reduce এ দুটি পেরামিটার (state , action ) থাকে।
  • অ্যাকশন বা ইভেন্ট যখন কোনো ইভেন্ট ঘটে তখন আমাদের reduce এর action এ যখন কোনো ইভেন্ট ঘটে তখন reducer এর স্টেট পরিবর্তন হয়।
  • Reduce ফাঙ্কশন এ Switch ব্যবহার করে Action দিতে হয়
  • userReducer একটি Tuple রিটার্ন করে।
  • Tuple এ প্রথমে আমরা State এর value পাই এবং দ্বিতীয় তে স্টেট Action করার জন্য Dispatch পেয়ে থাকি।

Code useReducer Hook use simple project

import { useReducer } from 'react';

const initialState = 5;
const reducer = (state, action) => {
    switch (action) {
        case 'increment':
            return state + 1;
        case 'decrement':
            return state - 1;
        default:
            return state;
    }
};

export default function Counter() {
    const [count, dispatch] = useReducer(reducer, initialState);
    return (
        <div>
            <div>Count - {count}</div>
            <button type="button" onClick={() => dispatch('increment')}>
                Increment
            </button>
            <button type="button" onClick={() => dispatch('decrement')}>
                Decrement
            </button>
        </div>
    );
}

Complex State Manage by useReducer

useReducer এর মাধ্যমে আমরা অবজেক্ট স্টেট ম্যানেজ খুবই সহজে করতে পারি। অবজেক্ট স্টেট এবং অবজেক্ট অ্যাকশন ব্যবহার করার নিয়ম নিম্নে উল্লেখ করা হলো -

  • initialState অবজেক্ট আকারে ভ্যালু দিতে হবে
  • Action অবজেক্ট আকারে দিলে dispatch এ অবজেক্ট হিসেবে declaire করতে হবে
  • একাধিক initialState থাকলে তাহলে শুরুতে mutable করে নিতে হবে
  • স্টেট এর ভ্যালু গুলো get করার সময় স্টেট এর অবজেক্ট হিসেবে করতে হবে

Coplex State manage Code

import { useReducer } from 'react';

const initialState = {
   counter: 0,
   counter2: 0,
};
const reducer = (state, action) => {
   switch (action.type) {
       case 'increment':
           return { ...state, counter: state.counter + action.value };
       case 'decrement':
           return { ...state, counter: state.counter - action.value };
       case 'increment2':
           return { ...state, counter2: state.counter2 + action.value };
       case 'decrement2':
           return { ...state, counter2: state.counter2 - action.value };
       default:
           return state;
   }
};

export default function Counter() {
   const [count, dispatch] = useReducer(reducer, initialState);
   return (
       <div>
           <div>
               <div>Count - {count.counter}</div>
               <button
                   type="button"
                   onClick={() =>
                       dispatch({
                           type: 'increment',
                           value: 1,
                       })
                   }
               >
                   Increment by 1
               </button>
               <button
                   type="button"
                   onClick={() =>
                       dispatch({
                           type: 'decrement',
                           value: 1,
                       })
                   }
               >
                   Decrement by 1
               </button>
           </div>
           <div>
               <div>Count2 - {count.counter2}</div>
               <button
                   type="button"
                   onClick={() =>
                       dispatch({
                           type: 'increment2',
                           value: 1,
                       })
                   }
               >
                   Increment2 by 1
               </button>
               <button
                   type="button"
                   onClick={() =>
                       dispatch({
                           type: 'decrement2',
                           value: 1,
                       })
                   }
               >
                   Decrement2 by 1
               </button>
           </div>
       </div>
   );

useContext and useReducer একসাথে ব্যবহার করার নিয়ম

আমাদের কোনো ভ্যালু যদি গ্লোবাল স্টেট এ রেখে দেয় তখন যেকোনো কম্পোনেন্ট থেকে এই ডাটা আমরা এক্সেস পেতে [এরই কোনো ধরণের প্রপ্স ড্রিলিং ছাড়াই। তাই আমরা রিএক্ট এর context api ব্যবহার করি।

contetext api এবং useReducer একসাথে ব্যবহার করতে চাই তাহলে যেভাবে ব্যবহার করতে হবে তা নিম্নে দেওয়া হলো -

  • শুরুতে createContext import করে নিতে হবে
  • তারপর আমাদের কে context এর নাম দিয়ে তৈরি করে নিতে হবে
  • parent এলিমেন্ট কে context দ্বারা wrapper করে দিতে হবে।
  • context এ ভ্যালু গুলো সেট করে দিতে হবে

App.js

import React, { useReducer } from 'react';
import ComponentA from './components/ComponentB';

export const counterContext = React.createContext();

const initialState = 0;
const reducer = (state, action) => {
    switch (action) {
        case 'increment':
            return state + 1;
        case 'decrement':
            return state - 1;
        default:
            return state;
    }
};

export default function App() {
    const [count, dispatch] = useReducer(reducer, initialState);
    return (
        <div className="app">
            <div>Count: {count}</div>
            <counterContext.Provider value={{ countDispatch: dispatch }}>
                <ComponentA />
            </counterContext.Provider>
        </div>
    );
}

CountView File

import { useContext } from 'react';
// eslint-disable-next-line import/no-cycle
import { counterContext } from '../App';

export default function ComponentA() {
    const countContext = useContext(counterContext);

    return (
        <div>
            <p>Component A</p>
            <button type="button" onClick={() => countContext.countDispatch('increment')}>
                Increment
            </button>
            <button type="button" onClick={() => countContext.countDispatch('decrement')}>
                Decrement
            </button>
        </div>
    );
}

Get Data use in useEffect Hook State Manage

useState

import { useEffect, useState } from 'react';

export default function GetPost() {
    const [loading, setLoading] = useState(true);
    const [error, setError] = useState('');
    const [post, setPost] = useState({});

    useEffect(() => {
        fetch('https://jsonplaceholder.typicode.com/posts/1')
            .then((response) => response.json())
            .then((data) => {
                setLoading(false);
                setPost(data);
                setError('');
            })
            .catch(() => {
                setLoading(false);
                setPost({});
                setError('There was a problem!');
            });
    }, []);

    return (
        <div>
            {loading ? 'Loading....' : post.title}
            {error || null}
        </div>
    );
}

useReducer

import { useEffect, useReducer } from 'react';

const initialState = {
    loading: true,
    error: '',
    post: {},
};

const reducer = (state, action) => {
    switch (action.type) {
        case 'SUCCESS':
            return {
                loading: false,
                post: action.result,
                error: '',
            };
        case 'ERROR':
            return {
                loading: false,
                post: {},
                error: 'There was a problem fetching!',
            };
        default:
            return state;
    }
};

export default function GetPost2() {
    const [state, dispatch] = useReducer(reducer, initialState);

    useEffect(() => {
        fetch('https://jsonplaceholder.typicode.com/posts/1')
            .then((response) => response.json())
            .then((data) => {
                dispatch({ type: 'SUCCESS', result: data });
            })
            .catch(() => {
                dispatch({ type: 'ERROR' });
            });
    }, []);

    return (
        <div>
            {state.loading ? 'Loading....' : state.post.title}
            {state.error || null}
        </div>
    );
}